খুলনা বিশ্ববিদ্যালয় সংক্ষেপে খুবি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ সংসদে ১৯৮৭ সালে 'খুলনা বিশ্ববিদ্যালয় আইন' পাশ করে খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয়। এরপর ১৯৯১ সালের ২৫ শে নভেম্বর অনুষ্ঠানিক ভাবে শিক্ষা কার্যক্রম শুরু করে। খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকেই সুন্দর শিক্ষার পরিবেশের জন্য সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। কিন্তু শিক্ষার্থীদের লিডারশিপ বিল্ড করার জন্য বিভিন্ন ক্লাব কার্যক্রম রয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ভর্তি পরীক্ষার তারিখ
দেশের সরকারি বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়। যা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জ্ঞানের আলোর সঞ্চালক। আগে খুলনা বিশ্ববিদ্যালয় পৃথক ভাবে তিনটি ইউনিটে তাদের ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনা করতো। কিন্তু ২০২০ সালে করোনা মহামারীর সময় দেশের ২০ টি বিশ্ববিদ্যালয় একসাথে শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজন করে। GST Admissions Test এ বর্তমানে দেশের ২৪ টি বিশ্ববিদ্যালয়ের ২০৬৬৬ টি আসনে ভর্তি পরিক্ষার আয়োজন করা হয়। গুচ্ছ ভর্তি পরীক্ষার সবচেয়ে বেশি আসন রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এরপর রয়েছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি আসন সংখ্যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবিতে)।
- গুচ্ছ "ক" বা বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল ২০২৪।
- গুচ্ছ "খ" বা মানবিক ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ মে ২০২৪।
- গুচ্ছ "গ" বা ব্যবসায় শিক্ষা ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ মে ২০২৪।
খুলনা বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে কত আসন
দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম হলো খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয় বা খুবিতে ভর্তি পরীক্ষার আয়োজন করা হয় মোট তিনটি ইউনিটের মাধ্যমে ২৯ টি বিভাগ। গুচ্ছ ভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনের মোট আসন সংখ্যা ২০৬৬৮ টি। এর মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আসন সংখ্যার দিক থেকে সেকেন্ড পজিশনে আছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় বা ইবি। খুলনা বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১১০৯ টি আসন।
- খুলনা বিশ্ববিদ্যালয় 'ক' বা বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যা - ৬০১ টি।
- খুলনা বিশ্ববিদ্যালয় 'খ' বা মানবিক ইউনিটের আসন সংখ্যা - ৪২০ টি।
- খুলনা বিশ্ববিদ্যালয় 'গ' বা ব্যবসায় শাখা ইউনিটের আসন সংখ্যা - ৮৮ টি।
খুলনা বিশ্ববিদ্যালয় 'ক'/বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যা
রাজধানী ঢাকা থেকে দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত খুলনা বিশ্ববিদ্যালয়। যাকে সংক্ষেপে বলা হয় খুবি। এখানে 'ক' ইউনিট বা বা বিজ্ঞান বিভাগের মোট আসন সংখ্যা ৬০১ টি। খুলনা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে ২ টি অনুষদের অধীনে মোট বিভাগ রয়েছে ১৫ টি।
খুলনা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা অনুষদ
- মোট আসন - ৩২০ টি।
- মোট বিভাগ - ৮ টি।
খুলনা বিশ্ববিদ্যালয় 'খ'/মানবিক ইউনিটের আসন সংখ্যা
দেশের প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগের মোট আসন রয়েছে ৪২০ টি। যা মাত্র ৫ টি অনুষদের ১২ টি বিভাগের সমন্বয়ে গঠিত।
খুলনা সামাজিক বিজ্ঞান অনুষদ
- মোট আসন - ১৬১০ টি।
- মোট বিভাগ - ৪ টি।
খুলনা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ
- মোট আসন - ১৩১ টি।
- মোট বিভাগ - ৩ টি।
খুলনা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ
- মোট আসন - ৬১ টি।
- মোট বিভাগ - ৩ টি।
খুলনা বিশ্ববিদ্যালয় আইন অনুষদ
- মোট আসন - ৪১ টি।
- মোট বিভাগ - ১ টি।
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষা অনুষদ
- মোট আসন - ২৬ টি।
- মোট বিভাগ - ১ টি।
খুলনা বিশ্ববিদ্যালয় 'গ'/ব্যবসায় শিক্ষা ইউনিটের আসন সংখ্যা
খুলনা বিশ্ববিদ্যালয় বা খুবির বিবিএ দেশের স্বনামধন্য একটি বিবিএ। এখানে মোট আসন রয়েছে মাত্র ৮ টি ২ টি বিভাগে।
খুলনা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদ
- মোট আসন - ৮৮ টি।
- মোট বিভাগ - ১ টি।
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভাগ সমূহ ও আসন সংখ্যা
খুলনা বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১১০৯ টি। মোট ৮ টি অনুষদ, ২ টি ইনস্টিটিউট এবং ২৯ টি বিভাগে।
স্থাপত্য বিভাগ
- মোট আসন - ৩৭ টি।
- বিজ্ঞান বিভাগ - ৩৫ টি।
- মানবিক বিভাগ - ০ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ০ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ১ টি।
- উপজাতি কোটা - ০ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (CSE)
- মোট আসন - ৪০ টি।
- বিজ্ঞান বিভাগ - ৩৮ টি।
- মানবিক বিভাগ - ০ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ০ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ১ টি।
- উপজাতি কোটা - ০ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ (ECE)
- মোট আসন - ৩৭ টি।
- বিজ্ঞান বিভাগ - ৩৫ টি।
- মানবিক বিভাগ - ০ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ০ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ১ টি।
- উপজাতি কোটা - ০ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগ (URP)
- মোট আসন - ৪০ টি।
- বিজ্ঞান বিভাগ - ৩৮ টি।
- মানবিক বিভাগ - ০ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ০ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ১ টি।
- উপজাতি কোটা - ০ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
গণিত বিভাগ
- মোট আসন - ৪৫ টি।
- বিজ্ঞান বিভাগ - ৪৩ টি।
- মানবিক বিভাগ - ০ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ০ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ১ টি।
- উপজাতি কোটা - ০ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
পদার্থবিজ্ঞান বিভাগ
- মোট আসন - ৪০ টি।
- বিজ্ঞান বিভাগ - ৩৮ টি।
- মানবিক বিভাগ - ০ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ০ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ১ টি।
- উপজাতি কোটা - ০ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
রসায়ন বিভাগ
- মোট আসন - ৪০ টি।
- বিজ্ঞান বিভাগ - ৩৮ টি।
- মানবিক বিভাগ - ০ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ০ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ১ টি।
- উপজাতি কোটা - ০ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
পরিসংখ্যান বিভাগ
- মোট আসন - ৪০ টি।
- বিজ্ঞান বিভাগ - ৩৮ টি।
- মানবিক বিভাগ - ০ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ০ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ১ টি।
- উপজাতি কোটা - ০ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
এগ্রোটেকনোলজি বিভাগ (AT)
- মোট আসন - ৪০ টি।
- বিজ্ঞান বিভাগ - ৩৮ টি।
- মানবিক বিভাগ - ০ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ০ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ১ টি।
- উপজাতি কোটা - ০ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (BGE)
- মোট আসন - ৪০ টি।
- বিজ্ঞান বিভাগ - ৩৮ টি।
- মানবিক বিভাগ - ০ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ০ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ১ টি।
- উপজাতি কোটা - ০ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ (ES)
- মোট আসন - ৪০ টি।
- বিজ্ঞান বিভাগ - ৩৮ টি।
- মানবিক বিভাগ - ০ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ০ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ১ টি।
- উপজাতি কোটা - ০ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
ফিসারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগ (FMRT)
- মোট আসন - ৪০ টি।
- বিজ্ঞান বিভাগ - ৩৮ টি।
- মানবিক বিভাগ - ০ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ০ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ১ টি।
- উপজাতি কোটা - ০ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি বিভাগ (FWT)
- মোট আসন - ৪০ টি।
- বিজ্ঞান বিভাগ - ৩৮ টি।
- মানবিক বিভাগ - ০ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ০ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ১ টি।
- উপজাতি কোটা - ০ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
ফার্মেসি বিভাগ
- মোট আসন - ৪০ টি।
- বিজ্ঞান বিভাগ - ৩৮ টি।
- মানবিক বিভাগ - ০ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ০ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ১ টি।
- উপজাতি কোটা - ০ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
সায়েন্স, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট বিভাগ (SWE)
- মোট আসন - ৪০ টি।
- বিজ্ঞান বিভাগ - ৩৮ টি।
- মানবিক বিভাগ - ০ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ০ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ১ টি।
- উপজাতি কোটা - ০ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
ইংরেজি বিভাগ
- মোট আসন - ৪৫ টি।
- বিজ্ঞান বিভাগ - ৮ টি।
- মানবিক বিভাগ - ৩০ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ৫ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ০ টি।
- উপজাতি কোটা - ১ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
বাংলা বিভাগ
- মোট আসন - ৪৫ টি।
- বিজ্ঞান বিভাগ - ৭ টি।
- মানবিক বিভাগ - ৩০ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ৬ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ০ টি।
- উপজাতি কোটা - ১ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
ইতিহাস ও সভ্যতা বিভাগ
- মোট আসন - ৪০ টি।
- বিজ্ঞান বিভাগ - ৪ টি।
- মানবিক বিভাগ - ৩২ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ২ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ০ টি।
- উপজাতি কোটা - ১ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
অর্থনীতি বিভাগ
- মোট আসন - ৪০ টি।
- বিজ্ঞান বিভাগ - ১২ টি।
- মানবিক বিভাগ - ১৩ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ১৩ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ১ টি।
- উপজাতি কোটা - ০ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
সমাজবিজ্ঞান বিভাগ
- মোট আসন - ৪০ টি।
- বিজ্ঞান বিভাগ - ৭ টি।
- মানবিক বিভাগ - ২৪ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ৭ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ১ টি।
- উপজাতি কোটা - ০ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ
- মোট আসন - ৪০ টি।
- বিজ্ঞান বিভাগ - ১৪ টি।
- মানবিক বিভাগ - ১২ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ১২ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ১ টি।
- উপজাতি কোটা - ০ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
- মোট আসন - ৪০ টি।
- বিজ্ঞান বিভাগ - ১৪ টি।
- মানবিক বিভাগ - ১৪ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ১০ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ১ টি।
- উপজাতি কোটা - ০ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
আইন বিভাগ
- মোট আসন - ৪০ টি।
- বিজ্ঞান বিভাগ - ১৩ টি।
- মানবিক বিভাগ - ১৩ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ১২ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ০ টি।
- উপজাতি কোটা - ১ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
শিক্ষা বিভাগ
- মোট আসন - ২৫ টি।
- বিজ্ঞান বিভাগ - ৭ টি।
- মানবিক বিভাগ - ১৫ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ১ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ১ টি।
- উপজাতি কোটা - ০ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
ড্রইং ও পেইন্টিং বিভাগ
- মোট আসন - ২০ টি।
- বিজ্ঞান বিভাগ - ৪ টি।
- মানবিক বিভাগ - ১২ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ২ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ১ টি।
- উপজাতি কোটা - ০ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
প্রিন্টমেকিং বিভাগ
- মোট আসন - ২০ টি।
- বিজ্ঞান বিভাগ - ৪ টি।
- মানবিক বিভাগ - ১২ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ২ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ১ টি।
- উপজাতি কোটা - ০ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
ভাস্কর্য বিভাগ
- মোট আসন - ২০ টি।
- বিজ্ঞান বিভাগ - ৪ টি।
- মানবিক বিভাগ - ১২ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ২ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ১ টি।
- উপজাতি কোটা - ০ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
ব্যবসায় প্রশাসন বিভাগ
- মোট আসন - ৪৭ টি।
- বিজ্ঞান বিভাগ - ১৫ টি।
- মানবিক বিভাগ - ৭ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ২৩ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ০ টি।
- উপজাতি কোটা - ১ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ
- মোট আসন - ৪০ টি।
- বিজ্ঞান বিভাগ - ১৩ টি।
- মানবিক বিভাগ - ৫ টি।
- ব্যবসার শাখা বিভাগ - ২০ টি।
- ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা - ০ টি।
- উপজাতি কোটা - ১ টি।
- মুক্তিযুদ্ধা কোটা - ১ টি।
দেশের দক্ষিণাঞ্চলের সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় বা খুবি। ছাত্র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাস হওয়ার জন্য শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকে সবসময় খুলনা বিশ্ববিদ্যালয়। তাছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়ের অনেক বিষয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। তাই ভর্তি পরীক্ষার পর খুবি ভর্তি পরীক্ষার্থীদের কাছে একটি হট কেক হিসেবে পরিচিত।