রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ, কৃষি কলেজ/ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগে ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। ১৪০০ আসনে ভর্তিতে আবেদন শুরু হবে ১৭ এপ্রিল থেকে। আবেদন করা যাবে ২০ মে রাত ১২টা পর্যন্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন ফি বাবদ ৬৬০ টাকা (সার্ভিস চার্জসহ) অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।
রাবি অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং ও কৃষি কলেজে ভর্তি আবেদনের যোগ্যতা
- ২০২১ ও তৎপরবর্তী বছরের এইচএসসি/সমমানের পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
- ২০১৭ ও তৎপরবর্তী বছরের এসএসসি/সমমানের পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
- পরীক্ষার্থীকে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত/জীববিদ্যা বিষয়সহ বিজ্ঞান বিভাগ থাকতে হবে।
- এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ কমপক্ষে জিপিএ–৩–সহ মোট জিপিএ থাকতে হবে ৭।
- ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/কৃষি/ফিশারিজ/ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স/হেলথ/নার্সিং হতে পাসকৃত শিক্ষার্থীদের জন্য প্রাপ্ত জিপিএ ৪ স্কেলকে ৫ স্কেলে রূপান্তর করে যোগ্যতা নির্ধারণ করতে হবে। ডিপ্লোমা পরীক্ষায় জিপিএ ৪–এর স্কেলে ২ দশমিক ৬–এর কম হলে আবেদন করতে পারবেন না।
- ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এইচএসসি/সমমান ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি (ভকেশনাল) উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন।
- জিসিই A লেভেল পরীক্ষা ৫টি বিষয়ে এবং O লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। O লেভেল, A লেভেল এবং ইংলিশ ভার্সন (ন্যাশনাল কারিকুলাম) পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করতে হবে।
- ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে অনলাইনে আবেদনের সময় প্রশ্নপত্রের ভাষা হিসেবে ইংরেজি নির্বাচন করতে হবে। অন্যথায় ইংরেজি প্রশ্নপত্র সরবরাহ করা হবে না।
রাবি অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ তালিকা
১. রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুর
২. টিএমএসএস ইঞ্জিনিয়ারিং কলেজ, বগুড়া
৩. পাবনা ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা
৪. ইমপেরিয়াল কলেজ অব ইঞ্জিনিয়ারিং, খুলনা
৫. আশ্রয় ইঞ্জিনিয়ারিং কলেজ, রাজশাহী
৬. কেএসএফএল ইঞ্জিনিয়ারিং কলেজ, দিনাজপুর।
- এই ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে মোট আসন ৫৬০টি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কৃষি কলেজ/ইন্সটিটিউট তালিকা
১. ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, রংপুর
২. হেনরি ইনস্টিউট অব বায়োসায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিরাজগঞ্জ
৩. বরেন্দ্র ইনস্টিটিউট অব বায়োসায়েন্স, নাটোর
৪. উদয়ন কলেজ অব বায়োসায়েন্স অ্যান্ড টেকনোলজি, রাজশাহী
৫. গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, কুষ্টিয়া
৬. শহীদ শাসুজ্জামান ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস, কাটাখালি, রাজশাহী।
- এই ৬ শিক্ষা প্রতিষ্ঠানে মোট আসন ৮৪০টি।
রাবি অধিভুক্ত কলেজসমূহে আবেদনের তারিখ
-আবেদন শুরু ১৭ এপ্রিল, বিকেল ৪টা
-আবেদন শেষ ২৫ এপ্রিল, রাত ১২টা
-ভর্তি পরীক্ষা: ৮ জুন, দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত
ভর্তি পরীক্ষার মানবন্টন
ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষা মোট ১০০ নম্বরের। প্রশ্ন সংখ্যা ৮০ টি।
আরও বিস্তারিত জানুন: https://aca.ru.ac.bd