চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সি ইউনিট আসন সংখ্যা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সি ইউনিট আসন সংখ্যা


১৯৬৬ সালের ১৮ নভেম্বর চট্টগ্রাম শহরতলী থেকে উত্তরে হাটহাজারীতে এক নতুন বিশ্ববিদ্যালয় হয়। যার নাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বন্দরনগরী চট্টগ্রাম থেকে ২২ কিলোমিটার দূরে জোবরা গ্রামে অবস্থিত চবি। পাহাড়ের পাদদেশে দক্ষিণ এশিয়ার আয়তনে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আয়তনে চবি প্রায় ২ হাজার ২০০ একর। যা বাংলাদেশ তো বটেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্যাম্পাস। সারাদেশে উচ্চমাধ্যমিকের পর শুরু হয় বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব। ভর্তি পরীক্ষার এই সময়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে সায়ত্বশাসিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতি বছর ৪ হাজার ২২৬ টি আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৪ হাজার ১৮৯ টি সাধারণ আসন। কোটার জন্য বরাদ্দ ৭৩৭ টি আসন।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিট আসন সংখ্যা 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি পরীক্ষা কমিটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে মোট চারটি ইউনিট এবং দুটি উপ-ইউনিটে ভাগ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট হলো ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের ভর্তির জন্য। চবির বিবিএ দেশের সবচেয়ে পুরনো বিবিএ এর মধ্যে অন্যতম। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টির এলামনাই এসোসিয়েশন বেশ পুরনো। তাই বিবিএ পড়তে চাওয়া শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিবিএ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা সবাই ভর্তি পরীক্ষা দিতে পারে।

  • মোট বিভাগ - ৬ টি।
  • মোট আসন - ৬৪০ টি।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট বিভাগ সমূহ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ মোট বিভাগ রয়েছে ৬ টি। শিক্ষার্থীদের কাছে চবির বিবিএ একটি হট কেক। ঢাবি আইবিএ, ঢাবি বিবিএ, জাবি আইবিএ এবং বিইউপি এর বিবিএ প্রফেশনাল এর পর শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ।

একাউন্টিং বিভাগের আসন সংখ্যা 

  • মোট আসন - ১১০ টি।
  • বিজ্ঞান বিভাগ - ৪৪ টি।
  • মানবিক বিভাগ - ১১ টি।
  • ব্যবসায় শিক্ষা বিভাগ - ৫৫ টি।

ফাইনান্স বিভাগের আসন সংখ্যা 

  • মোট আসন - ১১০ টি।
  • বিজ্ঞান বিভাগ - ৪৪ টি।
  • মানবিক বিভাগ - ১১ টি।
  • ব্যবসায় শিক্ষা বিভাগ - ৫৫ টি।

মার্কেটিং বিভাগের আসন সংখ্যা

  • মোট আসন - ১১০ টি।
  • বিজ্ঞান বিভাগ - ৪৪ টি।
  • মানবিক বিভাগ - ১১ টি।
  • ব্যবসায় শিক্ষা বিভাগ - ৫৫ টি।

ম্যানেজমেন্ট বিভাগের আসন সংখ্যা

  • মোট আসন - ১১০ টি।
  • বিজ্ঞান বিভাগ - ৪৪ টি।
  • মানবিক বিভাগ - ১১ টি।
  • ব্যবসায় শিক্ষা বিভাগ - ৫৫ টি।

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের আসন সংখ্যা

  • মোট আসন - ১০০ টি।
  • বিজ্ঞান বিভাগ - ৪০ টি।
  • মানবিক বিভাগ - ১০ টি।
  • ব্যবসায় শিক্ষা বিভাগ - ৫০ টি।

ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের আসন সংখ্যা

  • মোট আসন - ১০০ টি।
  • বিজ্ঞান বিভাগ - ৪০ টি।
  • মানবিক বিভাগ - ১০ টি।
  • ব্যবসায় শিক্ষা বিভাগ - ৫০ টি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটে কত আবেদন পড়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট বিবিএ করতে চাওয়া শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকে সবসময়। বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র ছাত্রীদের পছন্দের বিবিএ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিট মোট আবেদন পড়েছে ১৮ হাজার ৭৯৫ টি। এর মধ্যে ভর্তি পরীক্ষার আবেদন ফি পরিশোধ করেছে ১৭ হাজার ২ জন ভর্তিচ্ছু।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট আসন প্রতি কত জন লড়বে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩- ২৪ সেশনে মোট ২ লাখ ৮ হাজার ৫৩৬ জন। মোট আসন ৪ হাজার ২২৬ টি। সাধারণ আসন ২ হাজার ১৮৯ টি। কোটার জন্য বরাদ্দ আসন ৭৩৭ টি।

  • মোট আসন - ৬৪০ টি।
  • মোট বিভাগ - ৬ টি।
  • আসন প্রতি প্রতিযোগি - ২৯ জন।

বিজ্ঞান বিভাগের আসন - ২৫৬ টি।

মানবিক বিভাগের আসন - ৬৪ টি।

ব্যবসায় শিক্ষা বিভাগের আসন - ৩২০ টি।


চবি সি ইউনিট সম্ভাব্য কাটমার্ক, কত পর্যন্ত আসন পাবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিট বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে সবসময়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ , বিবিএ বা সি ইউনিট এবং বিইউপি এর বিবিএ প্রফেশনাল এর পরেই শিক্ষার্থীদের পছন্দের উপরের দিকে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি সি ইউনিট। তাই এখানে প্রতিবছর কাট মার্ক থাকে অনেক বেশি। মেরিটলিস্ট খুব বেশি ধুর পর্যন্ত যায় না।

বিজ্ঞান বিভাগের কাট মার্ক 

  • সেফ জোন - ৮৮.২৫ মার্ক। মেরিট পজিশন ৪৬০।
  • সাবজেক্ট পেতে পারে ৮৭ মার্ক পর্যন্ত। মেরিট পজিশন ৫৫০।

মানবিক বিভাগের কাট মার্ক

  • সেফ জোন - ৬৬ মার্ক। মেরিট পজিশন ১০০।
  • সাবজেক্ট পেতে পারে ৬৪.২৫ মার্ক পর্যন্ত। মেরিট পজিশন ১৫০।

ব্যবসায় শিক্ষা বিভাগের কাট মার্ক

  • সেফ জোন ৮৬.২৫ মার্ক। মেরিট পজিশন ৬০০।
  • সাবজেক্ট পেতে পারে ৮১.২৫ মার্ক। মেরিট পজিশন ১০০০।

কাটমার্ক এ পৌঁছাতে না পারলে করণীয়

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ছাত্র-ছাত্রীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। স্কুল, কলেজের সীমা পেরিয়ে আসে বিশ্ববিদ্যালয় জীবন। ছাত্র ছাত্রীদের মনে বিশ্ববিদ্যালয় জীবন।  বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে থাকে এক অন্যরকম অনুভুতি। তারুণ্যের উচ্ছ্বাসে সবাই চাই নিজের পছন্দের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। নিজের পছন্দের সাবজেক্টে পড়তে। কিন্তু সবাই তো সফলতাকে ছুঁতে পারে না। সব ছাত্র ছাত্রীদের মনে রাখতে হবে নিজের পছন্দের বিশ্ববিদ্যালয়ে পড়াই শুধু সফলতা নয়। এটা তো জীবনের একটি ধাপ মাত্র। তাই কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের কাট মার্কে পৌঁছাতে না পারলে হতাশ হওয়া যাবে না। নতুন উদ্যমে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বুয়েট এর রেজাল্ট প্রকাশ হয়েছে। যাদের কোথাও চান্স হয় নি তাদের মনে রাখতে হবে এখনো দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বাকি রয়েছে। গুচ্ছ ভর্তি পরীক্ষায় দেশের ২৪ টি বিশ্ববিদ্যালয় ভর্তি নেয়া হয়। তাই আশা না হারিয়ে নিজের স্বপ্ন জয়ের পথে এগিয়ে চলতে হবে। তাই থেমে না থেকে এগিয়ে যেতে হবে নতুন উদ্যমে। সফলতা আসবেই।

নবীনতর পূর্বতন

ছবি: দ্য ডেইলি পাবলিকিয়ান