ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট - কী ও কাদের জন্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট আলাদা ও স্বতন্ত্র একটি ইউনিট। এই ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ঢাবি অধিভুক্ত ৭ কলেজের মতোই এই প্রযুক্তি ইউনিটেও আছে অধিভুক্ত সাতটি কলেজ, এই কলেজগুলোর সমন্বিত ভর্তি প্রকৃয়ার নামই প্রযুক্তি ইউনিট।
ঢাবি প্রযুক্তি ইউনিট অধিভুক্ত কলেজ কোনগুলো?
এই ইউনিটের অধীনে ৭ টি কলেজ রয়েছে। তার মধ্যে ৪ টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ১ টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ১ টি টেক্সটাইল ইনস্টিটিউট, ১ টা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট । ৫ টি ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে ৩ টি সরকারি কলেজ এবং ১ টি বেসরকারি কলেজ, ১ টি বেসরকারি ইন্সটিটিউট। এবং টেক্সটাইল রিলেটেড ১ টি কলেজ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ এবং বাকি আর একটি বেসরকারি।
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ
EEE(60) 2008
CE(60) 2014
CSE(60) 2017
ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ
EEE(60) 2013
CE(60) 2013
CSE(60) 2017
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ
EEE(60) 2017
CE(60) 2017
নিটার - জাতীয় বস্ত্র ও গবেষণা ইনস্টিটিউট
টেক্সটাইল -(২৯০) 2010
+ আইপিই- (১৪০) 2016
+ FDAE (৭৫) 2017
+ EEE (৬0) 2019
+ CSE (১২০) 2019
= ৬৮৫
শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
Textile(120) 2010
+ FDAE (30) 2020
+ EEE (50) 2020
+ CSE (50) 2020
= 250
কে এম হুমায়ুন কবির ইঞ্জিনিয়ারিং কলেজ
সিভিল (৫০) 2019
সিএসই (৩০) 2021
সাইক ইন্সটিটিউট অব টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট
সিভিল (২০) 2021
সিএসই (২০) 2021
ইইই (২০) 2021
ঢাবি প্রযুক্তি ইউনিটের আসন সংখ্যা কত?
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটের মোট আসন সংখ্যা ১৫৫৫ টি। তার মধ্যে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সিট ৪৮০ টি, নিটারে (পিপিপি) ৬৮৫ টি এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সিট ২৯০ টি। নিটার (জাতীয় বস্ত্র ও গবেষণা ইনস্টিটিউট) এ ৬৮৫ টি, ময়মনসিংহ ও ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ১৮০ টি করে, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে ১২০ টি এবং শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ২৫০ টি, কে এম হুমায়ুন কবির ইঞ্জিনিয়ারিং কলেজে ৮০ টি সিট, সাইক ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজিতে ৬০ টি।
ইঞ্জিনিয়ারিং কলেজগুলা কি পাবলিক না প্রাইভেট নাকি ন্যাশনালের মতো?
– প্রথমে পাবলিক বলতে আমরা কি বুঝি?
অবশ্যই পাবলিক বলতে বুঝিয়েছ পাবলিক বিশ্ববিদ্যালয়,পাবলিক বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। যার প্রধান বাংলাদেশের রাষ্ট্রপতি।
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহ মূলত তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে: পাবলিক (সরকারি মালিকানাধীন), বেসরকারি (বেসরকারি মালিকানাধীন) এবং আন্তর্জাতিক (আন্তর্জাতিক সংগঠন কর্তৃক পরিচালিত) বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশে বিপুল পরিমাণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রদানের উদ্দেশ্যে বর্তমানে ৫৮টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্বশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়, আর প্রযুক্তি ইউনিট অধিভুক্ত কলেজগুলো হলে বিশেষায়িত কলেজ। সবাই নিজেদের প্রতিষ্ঠানের স্বকীয়তা বজায় রেখে চলে।
ইঞ্জিনিয়ারিং কলেজগুলার সার্টিফিকেট কেমন?
প্রযুক্তি ইউনিটে কোন কোন বিষয়ে পরীক্ষা হয়? মানবন্টন
চারটি বিষয়ের উপর পরীক্ষা হবে।
- পদার্থ,
- রসায়ন,
- গণিত ও
- ইংরেজি
১২০ নম্বরের পরীক্ষা হয়েছে। এর মধ্যে পদার্থ ৩৫, রসায়ন ৩৫, গণিত ৩৫ এবং ইংরেজি ১৫। আর পাস মার্ক ছিল ৪৮। জিপিএর উপর ৮০ মার্কস রয়েছে। এর মধ্যে এসএসসির জিপিএর উপর ৪০ মার্কস এবং এইচএসসির জিপিএর উপর ৪০ মার্কস।
ভর্তির আবেদন যোগ্যতা
ভর্তিচ্ছু আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি উভয় ক্ষেত্রেই চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৬.৫০ (ন্যূনতম) থাকতে হবে।
প্রযুক্তি ইউনিটে নেগেটিভ মার্কিং আছে?
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। প্রতিটি প্রশ্নের মান ১।
আবেদনের সময় ও ফি
ঢাবি প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২২ মার্চ থেকে এবং আবেদন শেষ ২৫ এপ্রিল। ভর্তি পরীক্ষা ১৮ মে সকাল ১১.০০ থেকে ১২.৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আবেদন ফি ৮৫০ টাকা।