ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ১৮ মে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট আলাদা ও স্বতন্ত্র একটি ইউনিট। এই ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ঢাবি অধিভুক্ত ৭ কলেজের মতোই এই প্রযুক্তি ইউনিটেও আছে অধিভুক্ত সাতটি কলেজ, এই কলেজগুলোর সমন্বিত ভর্তি প্রকৃয়ার নামই প্রযুক্তি ইউনিট।
প্রযুক্তি ইউনিটে আবেদনের ন্যূনতম যোগ্যতা
২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ সালে বাংলাদেশের যেকোন শিক্ষা। বাের্ডের/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক অথবা এইচএসসি/A-Level পাশ বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সমতা নিরূপনের মাধ্যমে SSC ও HSC সমমানের ডিগ্রীধারী প্রার্থীদের আবেদন করতে হবে। প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৬.৫০ হতে হবে এবং আলাদাভাবে কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে। প্রার্থীর উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন ও গণিত বিষয় থাকতে হবে।
আবেদন ও পরীক্ষার তারিখ
ঢাবি প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২২ মার্চ থেকে এবং আবেদন শেষ ২৫ এপ্রিল। ভর্তি পরীক্ষা ১৮ মে সকাল ১১.০০ থেকে ১২.৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার মানবন্টন
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটে ৪টি বিষয়ের উপর পরীক্ষা নেয়া হবে। যেমন:
- পদার্থ,
- রসায়ন,
- গণিত ও
- ইংরেজি
১২০ নম্বরের পরীক্ষা হয়েছে। এর মধ্যে পদার্থ ৩৫, রসায়ন ৩৫, গণিত ৩৫ এবং ইংরেজি ১৫। আর পাস মার্ক ছিল ৪৮। জিপিএর উপর ৮০ মার্কস রয়েছে। এর মধ্যে এসএসসির জিপিএর উপর ৪০ মার্কস এবং এইচএসসির জিপিএর উপর ৪০ মার্কস।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। প্রতিটি প্রশ্নের মান ১।
আবেদন করতে কত টাকা লাগবে
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট অধিভুক্ত কলজে ভর্তি পরীক্ষা দেয়ার জন্য আবেদন ফি ৮৫০ টাকা।
আবেদনের লিংক: এখানে
ঢাবি প্রযুক্তি ইউনিট অধিভুক্ত কলেজ তালিকা
- ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ
- ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজব
- রিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ
- নিটার - জাতীয় বস্ত্র ও গবেষণা ইনস্টিটিউট
- শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ
- কে এম হুমায়ুন কবির ইঞ্জিনিয়ারিং কলেজ
- সাইক ইন্সটিটিউট অব টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট