গুচ্ছ বি ইউনিট কাট মার্ক (মানবিক বিভাগ) ২০২৩-২৪

গুচ্ছ বি ইউনিট কাট মার্ক (মানবিক বিভাগ) ২০২৩-২৪


গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের পর আমাদের প্রথম লক্ষ্য থাকে ভালো একটা স্কোর অর্জন করা। এর উপর ভিত্তি করেই একটা পাবলিক বিশ্ববিদ্যালয় জুটবে আমাদের কপালে। দেশসেরা কিছু বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের সুনামধন্য এবং নতুন সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ হয় ভর্তি হওয়ার এই পরীক্ষার মাধ্যমে। বিশেষ করে ঢাকা কেন্দ্রীক জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান প্রযুক্তিতে সেরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্বনামধন্য খুলনা বিশ্ববিদ্যালয় এবং দেশের সর্বপ্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আমাদের অনেকেরই স্বপ্ন। অনেকে নিজ নিজ এলাকার বিশ্ববিদ্যালয়গুলোতেও পড়াশোনা করতে চায়, তাদের জন্য গুচ্ছ সেরা সুযোগ। আমরা জানি যে শুধু মাত্র ১০০ এর মধ্যে ৩০ স্কোর অর্জন করতে পারলেই গুচ্ছে পাস করা সম্ভব। তবে যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে আসন নিশ্চিত করতে আমাদের ভালো একটা স্কোর প্রয়োজন। এই স্কোরের উপর ভিত্তি করেই কোন বিশ্ববিদ্যালয় কত পর্যন্ত স্টুডেন্ট ভর্তি করাবে সেটাই হলো কাটমার্ক। এজন্য গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ বি ইউনিটের ফলাফল প্রকাশিত হওয়ার পর পরই প্রথম যে প্রশ্নটা উঁকি দেয় তা হলো কাট মার্ক কত, কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, টপ ইউনিভার্সিটিতে চান্স পেতে কত স্কোর লাগবে প্রশ্নগুলো। আজকের আর্টিকেলে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। এজন্য প্রথমে কিছু বিষয়ে আমাদের ধারণা থাকতে হবে।

গুচ্ছ বি ইউনিট ভর্তি পরীক্ষা ফলাফল পরিসংখ্যান

দেশের ২৪টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ০৩ এপ্রিল। বি ইউনিটে মোট ৯৪ হাজার ৯৩১ পরীক্ষার্থী আবেদন করেছে। এরমধ্যে সারাদেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ...... জন পরীক্ষার্থী। 
  • মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী: ৮৫ হাজার ৫৪৮ জন
  • পাসের সংখ্যা:  ৩১ হাজার ৮১ জন
  • ফেলের সংখ্যা: ৫৪ হাজার ৪৬৭ জন
  • সর্বোচ্চ স্কোর: ৭৬.২৫
  • বি ইউনিটের আসন সংখ্যা (বিভাগ পরিবর্তন সহ): ৪,৫১৫ টি
আসন সংখ্যার বিপরিতে কত সংখ্যক পরীক্ষার্থী বেশি নম্বরের স্কোর করেছে তারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। এরমধ্যে ২০০০ থেকে ৩০০০ স্টুডেন্ট অন্যকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে অথবা মনমতো সাবজেক্ট না পাওয়ার কারণে ভর্তি হবেনা। ফলে নির্দিষ্ঠ আসন সংখ্যা বরবার স্কোর থেকেও আরও বেশি পরিমান শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এখান থেকে আমরা বি ইউনিট মানবিক বিভাগের কাটমার্ক কত হতে পারে তা অনুমান করতে পারবো। 

গুচ্ছ বি ইউনিট মানবিক বিভাগের কাট মার্ক বিশ্লেষণ

গুচ্ছ বি ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ থেকে আমরা জানতে পারি আসনের বিপরিতে কতজনের চান্স পাওয়ার সুযোগ রয়েছে। এবার সম্ভাব্য কাটমার্ক (GST B Unit Cut Mark 2024) বিশ্লেষণ করলে দেখা যায়-
  • ৭৫ নম্বরের উপরে ১ জন, 
  • ৭০ নম্বরের ওপরে ৭ জন, 
  • ৬৫ নম্বরের উপরে ৪৯ জন,
  •  ৬০ নম্বরের উপরে ২১৯ জন,
  •  ৫৫ নম্বরের উপরে ৭৮৩ জন,
  •  ৫০ নম্বরের উপরে ২৪২৫ জন,
  •  ৪৫ নম্বরের উপরে ৫৮৩০ জন
  • , ৪০ নম্বরের উপরে ১১৬৪৬ জন,
  •  ৩৫ নম্বরের উপরে ২০১৩২ জন 
  • এবং ৩০ নম্বরের উপরে ৩১০৮৩ জন উত্তীর্ণ হয়েছেন।
সুতরাং এ থেকে ধারণা করা যায় ৫০+ পেলে তুমি যেকোনো একটা বিশ্ববিদ্যালয়ে নিজের আসন নিশ্চিত করে নিতে পারবে। সেটা যেকোনো বিষয়ই হোক না কেন। আর ৮০+ স্কোর যাদের আছে তারা দেশের টপ বা A ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারবে। এবং ৩৫+ যাদের আছে, যদি কোটা থাকে তবে দেশের নতুন ও মধ্যম মানের বিশ্ববিদ্যালয়গুলোতে আসন পাওয়ার সুযোগ আছে।

গুচ্ছ বি ইউনিট সম্ভাব্য কাটমার্ক - GST B Unit Cut Mark

  • A ক্যাটাগরি বা টপ বিশ্ববিদ্যালয় - ৫০+ স্কোর
  • B ক্যাটাগরি বা মধ্যম মানের বিশ্ববিদ্যালয় -  ৪৫+ স্কোর
  • C ক্যাটাগরি বা নতুন বিশ্ববিদ্যালয় - ৪০+ স্কোর
  • কোটাধারী শিক্ষার্থীরা - ৩০+ স্কোর

GST B Unit Cut Mark 2024




নবীনতর পূর্বতন

ছবি: দ্য ডেইলি পাবলিকিয়ান