জাককানইবিতে এমডিএস উইকেন্ড প্রোগ্রামে ভর্তি আবেদন বিজ্ঞপ্তি ও তথ্য

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উইকেন্ড প্রোগ্রামে এমডিএস এ ভর্তি চলছে। MDS তথা Master of Development Studies হলো চাকরির বাজারে একটি গুরুত্বপূর্ণ ডিগ্রি। এটি লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিভাগ ও অর্থনীতি বিভাগের সমন্বিত একটি উইকেন্ড প্রোগ্রাম। 

জাককানইবি মাস্টার অফ ডেভেলাপমেন্ট স্টাডিজ ভর্তি বিজ্ঞপ্তি উইন্টার সেশন  

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিভাগ এবং অর্থনীতি বিভাগের সমন্বয়ে এমডিএস উইকেন্ড প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (উইন্টার সেশন)। JKKNIU MDS Admissions Circular Published for Winter Season. JKKNIU wickned program circular published.

জাককানইবি উইকেন্ড প্রোগ্রাম এমডিএস

নজরুল বিশ্ববিদ্যালয়ে MDS কেন করবেন

বর্তমান বাংলাদেশের এই টালমাটাল চাকরির বাজারে নিজেকে এগিয়ে রাখতে এমডিএস এর মতো ডিগ্রি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একইসাথে লোকপ্রশাসন ও সরকার পরিচালনা এবং অর্থনীতি সম্পর্কে পাঠদান করা হয়।এমডিএস কোর্সের এর উদ্দেশ্য হল জটিল সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের অধীনে স্বল্পোন্নত জাতির ক্রমবর্ধমান উন্নয়ন সমস্যা তথা বাধা গুলো মোকাবেলা করার জন্য প্রযুক্তিগতভাবে দক্ষ ও ক্ষমতা সম্পন্ন নতুন নতুন পেশাদার তৈরি করা। কর্মসূচি নীতি প্রণয়ন এবং নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য কৌশলগত নেতৃত্ব প্রদানকারী কর্মসূচি বাস্তবায়নের জন্য অংশগ্রহণকারীদের সক্ষমতা নিশ্চিত করে Master of Development Studies.  

পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে Development Studies এর মতো নামকরা বিষয়ে মাস্টার্স ডিগ্রি।

  • সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ক্যরিয়ার গড়তে।
  • জাতীয় ও আন্তর্জাতিক এনজিও, গবেষণা প্রতিষ্ঠান ও উন্নয়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ক্যরিয়ার গড়তে।
  • সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধিতে।
  • উন্নয়ন ও জননীতি এবং অর্থনীতি সম্পর্কে বিস্তর ত্বত্তীয় ও প্রায়োগিক কৌশল সম্পর্কে বিস্তারিত জানতে।


মাস্টার অফ ডেভেলাপমেন্ট স্টাডিজ (এমডিএস) কোর্সের উদ্দেশ্য 

প্রত্যেকটি ডিগ্রি একটি বিশেষায়িত উদ্দেশ্যকে সামনে রেখে সাজানো হয়। তেমনি এমডিএস এর কিছু নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে।

  1. বিভিন্ন আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের ব্যবস্থাপনা, বর্তমান এবং ভবিষ্যতে সম্ভব্য উদীয়মান প্রবণতা সমূহ এবং নীতি গুলির জ্ঞান এবং বোঝাপড়া প্রদর্শন করা।
  2. বিভিন্ন বিষয়ের উন্নয়ন কৌশল অধ্যয়নের সাথে প্রাসঙ্গিক প্রোগ্রামের বিভিন্ন বিকল্প থেকে উত্তম বিকল্প নির্বাচিত করা এবং অন্যান্য ক্ষেত্রে বিশেষজ্ঞ জ্ঞান এবং দক্ষতা প্রদর্শন করা। 
  3. জটিল বৈশ্বিক প্রেক্ষাপটের অধীনে উন্নয়ন পরিকল্পনা এবং অর্থায়নের বিষয়গুলির আন্তঃবিভাগীয় প্রকৃতির জ্ঞান এবং বোঝার প্রদর্শন করা।
  4. উন্নয়নের নীতি, পরিকল্পনা ও কর্মসূচি প্রণয়ন করা, বাস্তবায়ন ও মূল্যায়নের জন্য বিভিন্ন পন্থা ব্যবহার করা এবং এগুলোর জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগ করা। 
  5. দেশের শিক্ষার্থী ও শিক্ষক সহ সর্বস্তরের মানুষের মধ্যে গবেষণার সংস্কৃতি গড়ে তোলা। 

কেন নজরুল বিশ্ববিদ্যালয়ে এমডিএস - MDS করবেন

বাংলাদেশের প্রথম সারির অনেক সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে MDS এ রেগুলার এবং উইকেন্ড প্রোগ্রাম চালু রয়েছে । জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এমডিএস লোকপ্রশাসন ও সরকার পরিচালনা এবং অর্থনীতি বিভাগের সমন্বয়ে গঠিত। তাই এখানে MDS প্রোগ্রামে বাংলাদেশের অর্থনীতি এবং সরকার ও প্রশাসন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। অল্প খরচে সাপ্তাহিক ছুটির দিনে এই প্রোগ্রাম চলবে বলে চাকরিজীবীদের জন্য ও সুবিধা রয়েছে। 

নজরুল বিশ্ববিদ্যালয়ের এমডিএস ডিগ্রির মেজর এরিয়া হলো গভর্নেন্স ফর ডেবলাপমেন্ট এবং ইকোনমিক্স ফর ডেবলাপমেন্ট। এর ফলে সরকার পরিচালনা ও ব্যবস্থাপনা এবং অর্থনীতি সম্পর্কে বিস্তর জ্ঞান ও গবেষণার সুযোগ রয়েছে।

এমডিএস- Master of Development Studies প্রোগ্রামের বৈশিষ্ট্য

মাস্টার্স কোর্স এর কিছু বিশেষ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, ঠিক তেমনি নজরুল বিশ্ববিদ্যালয়ের এমডিএস কোর্সের কিছু বিশিষ্ট বৈশিষ্ট্য রয়েছে।

  • ১ বছর মেয়াদি মোট ৩ টি সেমিস্টার।
  • ৩য় সেমিস্টার এ থিসিস করার সুযোগ।
  • মিডিয়াম আব ইন্সট্রাকশন ইংরেজি।
  • বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতি শুক্রবার ও শনিবার ক্লাস।
  • শীতাতপ নিয়ন্ত্রিত মাল্টিমিডিয়া ক্লাসরুম ও আধুনিক সেমিনার লাইব্রেরি। 

এমডিএস প্রোগ্রামে ভর্তির যোগ্যতা- MDS Admissions Eligible Criteria

বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একটা প্রাথমিক মান দন্ড রয়েছে। সেটা হোক রেগুলার প্রোগ্রাম বা উইকেন্ড প্রোগ্রাম। নজরুল বিশ্ববিদ্যালয়ের এমডিএস কোর্সের প্রাথমিক আবেদন যোগ্যতা হলো :

দেশের স্বীকৃত যেকোন বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে চার বছর মেয়াদি স্নাতক/ সমমান ডিগ্রি প্রাপ্ত হতে হবে।

স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে যেকোন বিষয়ে যেকোন ব্যাকগ্রাউন্ডের মাস্টার্স বা সমমান ডিগ্রি।

এসএসসি বা সমমান থেকে স্নাতক বা সমমান পর্যন্ত যেকোন দুইটি শ্রেণীতে নূন্যতম দ্বিতীয় বিভাগ তথা ২.৫০ থাকতে হবে।

নজরুল বিশ্ববিদ্যালয় এমডিএস ভর্তি প্রক্রিয়া - JKKNIU MDS Admissions System

একটি প্রতিষ্ঠানের একটি কোর্সে ভর্তির ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম বা প্রক্রিয়া রয়েছে। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এমডিএস উইকেন্ড প্রোগ্রাম ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে দুটি সেশন।

  • সামার সেশন (মে-জুন)
  • উইন্টার সেশন (নভেম্বর-ডিসেম্বর) 

এমডিএস উইকেন্ড প্রোগ্রামে ভর্তি হতে চাইলে প্রথমে ১০০০ টাকা দিয়ে ভর্তি ফর্ম সংগ্রহ করতে হবে। 

লিখিত ও মৌখিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

উর্ত্তীণ শিক্ষার্থীদের অনুষ্ঠানিক ভর্তি সম্পন্ন হবে। 

এমডিএস প্রোগ্রামের খরছ- MDS Program Cost

যেহুতু এটি একটি উইকেন্ড প্রোগ্রাম। তাই এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীর পড়ালেখার খরচ বহন করবে না। এটি সম্পূর্ণ একটি প্রাইভেট প্রোগ্রাম। জাককানইবিতে এমডিএস প্রোগ্রামে মোট খরচ হবে ৯৮ হাজার টাকা যা চারটি সমান কিস্তিতে পরিশোধ করতে হবে।

বর্তমানে এমডিএস তথা Master of Development Studies এর চাহিদা এবং চাকরির বাজারে এর প্রয়োজন দিন দিন বেড়েই চলেছে। প্রায়োগিক ও গবেষণা নির্ভর নতুন বিশ্বে কর্মক্ষেত্রে টিকে থাকতে হলে এমডিএস এর প্রফেশনালস ডিগ্রির গুরুত্ব অনেক।

নবীনতর পূর্বতন

ছবি: দ্য ডেইলি পাবলিকিয়ান