মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) আসন সংখ্যা - সব ইউনিট

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) আসন সংখ্যা - সব ইউনিট


ঢাকা বিভাগের অন্তর্গত টাঙ্গাইলের সন্তোষে ১৯৯৯ সালে দেশ ও জাতির এক মহান নেতির নামে প্রতিষ্ঠিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে মাওলানা ভাসানীর নামে। এটি দেশের প্রথম দিকের একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংক্ষেপে একে মাভিপ্রবি বলা হয়। এটাকে ভাসানী বিশ্ববিদ্যালয় ও বলা হয়। মাভিপ্রবিতে পড়ালেখার মান সমুন্নত রাখতে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করা হয়। মাভিপ্রবি দেশের ১২ তম পাবলিক বিশ্ববিদ্যালয়। গুচ্ছ ভূক্ত এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৮৭৫ টি।


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ

দেশের ১২ তম পাবলিক বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আগে অনান্য সকল বিশ্ববিদ্যালয়ের মতো স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরিক্ষার আয়োজন করতো। করোনা কালীন সময়ে ২০২০ সালে প্রথমবারের দেশে চালু হয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা। গুচ্ছ পদ্ধতিতে ২০২০ সালে একসাথে ২০ টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে একটি ভর্তি পরীক্ষা নেওয়া হয়। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা গুচ্ছ ভর্তি পরিক্ষার সাথেই নেওয়া হয়ে থাকে।

  • গুচ্ছ "ক" বা বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল ২০২৪।
  • গুচ্ছ "খ" বা মানবিক ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ মে ২০২৪।
  • গুচ্ছ "গ" বা ব্যবসায় শিক্ষা ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ মে ২০২৪।


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে কত আসন

ভাসানী বিশ্ববিদ্যালয় সংক্ষেপে মাভিপ্রবি। দেশের প্রথম সারির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে ভর্তি পরীক্ষার আয়োজন করা হয় মোট তিনটি ইউনিটের মাধ্যমে ১৭ টি বিভাগ। গুচ্ছ ভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনে মোট আসন সংখ্যা ২০৬৬৮ টি। এর মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আসন সংখ্যার দিক থেকে সেকেন্ড পজিশনে আছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় বা ইবি। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাভিপ্রবিতে রয়েছে ৮৭৫ টি আসন।

  • মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 'ক' বা বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যা - ৭১০ টি। 
  • মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 'খ' বা মানবিক ইউনিটের আসন সংখ্যা - ৬৫ টি।
  • মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 'গ' বা ব্যবসায় শাখা ইউনিটের আসন সংখ্যা - ১০০ টি।


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 'ক'/বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যা

ঢাকা বিভাগের টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যাকে বলা হয় মাভিপ্রবি। এখানে 'ক' ইউনিট বা বা বিজ্ঞান বিভাগের মোট আসন সংখ্যা ৭১০ টি। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক ইউনিটে ৩ টি অনুষদের অধীনে মোট বিভাগ রয়েছে ১৪ টি।


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অনুষদ

  • মোট আসন - ২০০ টি।
  • মোট বিভাগ - ৪ টি।


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লাইফ সায়েন্স অনুষদ

  • মোট আসন - ২৮০ টি।
  • মোট বিভাগ - ৬ টি।


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ 

  • মোট আসন - ২৩০ টি।
  • মোট বিভাগ - ৪ টি।


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 'খ'/মানবিক ইউনিটের আসন সংখ্যা

দেশের প্রথম সারির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাভিপ্রবিতে মানবিক বিভাগে মোট আসন সংখ্যা ৬৫ টি। যা মাত্র ১ টি অনুষদের ১ টি বিভাগের সমন্বয়ে গঠিত।


ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ

  • মোট আসন - ৬৫ টি।
  • মোট বিভাগ - ১ টি।


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 'গ'/ব্যবসায় শিক্ষা ইউনিটের আসন সংখ্যা

ভাসানী বিশ্ববিদ্যালয়ের বিবিএ দেশের স্বনামধন্য একটি বিবিএ। এখানে মোট আসন রয়েছে মাত্র ১০ টি ২ টি বিভাগে।

ইসলামী বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদ

  • মোট আসন - ১০০ টি।
  • মোট বিভাগ - ২ টি।


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভাগ সমূহ ও আসন সংখ্যা

ভাসানী বিশ্ববিদ্যালয় বা মাভিপ্রবিতে মোট আসন রয়েছে ৮৭৫ টি।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ (TE)

  • মোট আসন - ৫৫ টি।
  • বিজ্ঞান বিভাগ - ৫৫ টি।
  • মানবিক বিভাগ - ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ - ০ টি।


পরিসংখ্যান বিভাগ 

  • মোট আসন - ৬০ টি।
  • বিজ্ঞান বিভাগ - ৬০ টি।
  • মানবিক বিভাগ - ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ - ০ টি।


এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ

  • মোট আসন - ৫৫ টি।
  • বিজ্ঞান বিভাগ - ৫৫ টি।
  • মানবিক বিভাগ - ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ - ০ টি।


মেকানিক্যাল ইজ্ঞিনিয়ারিং বিভাগ (ME)

  • মোট আসন - ৩০ টি।
  • বিজ্ঞান বিভাগ - ৩০ টি।
  • মানবিক বিভাগ - ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ - ০ টি।


বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (BGE)

  • মোট আসন - ৪০ টি।
  • বিজ্ঞান বিভাগ - ৪০ টি।
  • মানবিক বিভাগ - ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ - ০ টি।


কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (CSE)

  • মোট আসন - ৫৫ টি।
  • বিজ্ঞান বিভাগ - ৫৫ টি।
  • মানবিক বিভাগ - ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ - ০ টি।


ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজি বিভাগ (ICT) 

  • মোট আসন - ৫৫ টি।
  • বিজ্ঞান বিভাগ - ৫৫ টি।
  • মানবিক বিভাগ - ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ - ০ টি।


বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগ (BMB)

  • মোট আসন - ৩৫ টি।
  • বিজ্ঞান বিভাগ - ৩৫ টি।
  • মানবিক বিভাগ - ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ - ০ টি।


ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগ (CPS)

  • মোট আসন - ৬০ টি।
  • বিজ্ঞান বিভাগ - ৬০ টি।
  • মানবিক বিভাগ - ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ - ০ টি।


বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ

  • মোট আসন - ৫০ টি।
  • বিজ্ঞান বিভাগ - ৫০ টি।
  • মানবিক বিভাগ - ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ - ০ টি।


ফার্মেসি বিভাগ

  • মোট আসন - ৫৩ টি।
  • বিজ্ঞান বিভাগ - ৩৫ টি।
  • মানবিক বিভাগ - ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ - ০ টি।


পদার্থবিজ্ঞান বিভাগ

  • মোট আসন - ৫৫ টি।
  • বিজ্ঞান বিভাগ - ৫৫ টি।
  • মানবিক বিভাগ - ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ - ০ টি।


রসায়ন বিভাগ

  • মোট আসন - ৫৫ টি।
  • বিজ্ঞান বিভাগ - ৫৫ টি।
  • মানবিক বিভাগ - ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ - ০ টি।


গণিত বিভাগ

  • মোট আসন - ৬০ টি।
  • বিজ্ঞান বিভাগ - ৬০ টি।
  • মানবিক বিভাগ - ০ টি।
  • ব্যবসার শাখা বিভাগ - ০ টি।


অর্থনীতি বিভাগ 

  • মোট আসন - ৬৫ টি।
  • বিজ্ঞান বিভাগ - ২৭ টি।
  • মানবিক বিভাগ - ২২ টি।
  • ব্যবসার শাখা বিভাগ - ১৬ টি।


হিসাব বিজ্ঞান বিভাগ

  • মোট আসন - ০৫ টি।
  • বিজ্ঞান বিভাগ - ২০ টি।
  • মানবিক বিভাগ - ৪ টি।
  • ব্যবসার শাখা বিভাগ - ২৬ ট।


ম্যানেজমেন্ট বিভাগ

  • মোট আসন - ৫০ টি।
  • বিজ্ঞান বিভাগ - ২০ টি।
  • মানবিক বিভাগ - ৪ টি।
  • ব্যবসার শাখা বিভাগ - ২৬ টি।


গুচ্ছ ভর্তি পরীক্ষার পর অনেক শিক্ষার্থীর পছন্দের তালিকায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি (মাভিপ্রবি) শুরুর দিকে থাকে। মাভিপ্রভির শক্তিশালী এলামনাই এসোসিয়েশন। পুরোনো এবং দেশের প্রথম সারির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়।

নবীনতর পূর্বতন

ছবি: দ্য ডেইলি পাবলিকিয়ান