বিইউপি ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি তথ্য ২০২৩ - ২০২৪

BUP Admission Circular 2023 - 2024


বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) বাংলাদেশের ৩১ তম পাবলিক বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ সেনাবাহিনীর ধারা পরিচালিত এই বিশ্ববিদ্যালয় ২০০৮ সালে জ্ঞানের মাধ্যমে উৎকর্ষ সাধন মোটো নিয়ে তাদের যাত্রা শুরু করে। বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় ক্যাম্পাস এর মাঝে বিইউপি ক্যাম্পাস একটি যা মিরপুর সেনানিবাসে অবস্থিত। প্রকাশিত হয়েছে বিইউপি ভর্তি পরিক্ষা বিজ্ঞপ্তি - BUP Admission Circular 2023-2024।
বিইউপি এডমিশন সার্কুলার ২০২৩-২৪

বিইউপি ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা

Faculty of Security and Strategic Studies (FSSS
বিইউপি ভর্তি পরীক্ষার মানবন্টন

BUP Admissions test 2023-24


বিইউপি ভর্তি পরীক্ষা ২০২৩-২৪

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস ২০২৩-২০২৪ সালের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিইউপি এর নিজস্ব ওয়েবসাইটে www.bup.edu.bd থেকে আবেদন করতে হবে। বাংলাদেশে ইউনিভার্সিটি আব প্রফেশনালস বাংলাদেশ আর্মি পরিচালিত ও নিয়ন্ত্রিত একটি সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়। ২০০৮ সালের ৫ জুন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) আইন দ্বারা মিরপুর ক্যানন্টমেন্ট এ ৫৬ একর জমিতে শুরু হয় এই নতুন প্রতিষ্ঠানের যাত্রা।

BUP মোট চারটি ইউনিটে ১৮ টি বিষয়ে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তি পরীক্ষায় আবেদন করতে হলে অবশ্যই ২০২৩ অথবা ২০২২ সালে উচ্চমাধ্যমিক এবং ২০২১ অথবা ২০২০ সালে মাধ্যমিক পরিক্ষায় উর্ত্তীণ হতে হবে।

বিইউপি ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা

  • যেকোনো ইউনিট বা বিভাগে Faculty of Science and Technology (FST) ব্যতিত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবেদন করতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চতুর্থ বিষয় সহ জিপিএ ৯.০০ পয়েন্ট থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে আলাদা আলাদা করে জিপিএ ৪.৫০ পয়েন্ট থাকতে হবে চতুর্থ বিষয় সহ।
  • যেকোনো বিভাগ বা ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাণিজ্য বা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের আবেদনের জন্য জিপিএ ৮.৫০ পয়েন্ট থাকতে হবে চতুর্থ বিষয় সহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে এবং আলাদাভাবে জিপিএ ৪.০০ থাকতে হবে।
  • Faculty of Arts and Social Science (FASS) এ মানবিক বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে মোট জিপিএ ৮.০০ পয়েন্ট থাকতে হবে চতুর্থ বিষয় সহ এবং আলাদাভাবে জিপিএ ৪.০০ পয়েন্ট প্রয়োজন।
  • ডিজিস্টার ম্যানাজমেন্ট এন্ড রিলায়্যান্স বিষয়ে ভর্তি হতে চাইলে উচ্চতর গণিত অথবা পরিসংখ্যান এ সর্বনিম্ন জিপিএ 'A-' (A minus) থাকতে হবে।
  • ইকোনোমিস্ক এ ভর্তি হতে চাইলে অবশ্যই উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক এ ইকোনোমিস্ক/ একাউন্টিং/উচ্চতর গণিত/ পরিসংখ্যান এ সর্বনিম্ন জিপিএ 'A-' (A minus) থাকতে হবে।
  • ইংরেজি বিভাগে ভর্তি হতে চাইলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে অবশ্যই সর্বনিম্ন জিপিএ 'A-' (A minus) থাকতে হবে। Faculty of Business Studies (FBS) এ মানবিক বিভাগের ছাত্র, ছাত্রীদের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে মোট জিপিএ ৮.৫০ পয়েন্ট থাকতে হবে চতুর্থ বিষয় সহ। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় আলাদা করে জিপিএ ৪.০০ থাকতে হবে।
  • Faculty of Security and Strategic Studies (FSSS) এ মানবিক বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে মোট জিপিএ ৮.২৫ এবং আলাদাভাবে জিপিএ ৪.০০ থাকতে হবে।
  • Faculty of Science and Technology (FST) এ শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে পাসকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

বিইউপি ভর্তি পরীক্ষার বিষয় ও ইউনিট

বাংলাদেশে ইউনিভার্সিটি অফ প্রফেশনালস BUP তে মোট চারটি ইউনিটে এবং ১৮ টি বিষয়ে স্নাতক/ অর্নাস করানো হয়।

Faculty of Arts and Social Science (FASS) এর অধীনে মোট ছয়টি বিষয়ে স্নাতক/অর্নাস এ ভর্তির নোটিশ দিয়েছে BUP.
  1. BSS (Hons) in Development Studies. 
  2. BSS (Hons) Disaster Management and Reliance
  3. BSS (Hons) in Economics
  4. BSS (Hons) in Public Administration.
  5. BSS (Hons) in English
  6. BSS (Hons) in Sociology
Faculty of Business Studies (FBS)
এর অধীনে মোট পাঁচটি বিষয়ে স্নাতক/অর্নাস এ শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিইউপি প্রশাসন।
  1. BBA in Accounting & Information System.
  2. BBA in Finance and Banking
  3. BBA in Marketing
  4. BBA in Management Studies
  5. BBA- General.
Faculty of Security and Strategic Studies (FSSS) 
এর অধীনে মোট চারটি বিষয়ে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
  1. BSS (Hons) in International Relations
  2. LLB (Hons)
  3. BSS (Hons) in Mass Communication & Journalism
  4. BSS (Hons) in Peace, Conflict and Human Right Studies
Faculty of Science and Technology (FST) এর অধীনে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট তিনটি বিষয়ে ইঞ্জিনিয়ারিং এবং অর্নাস এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
  1. BSc (Hons) in Environmental Science
  2. BSc in Information and Communication Engineering (BICE) 
  3. BSc in Computer Science and Engineering (BCSE)

BUP ভর্তি পরীক্ষার মানবন্টন

FST ইউনিট ব্যতিত প্রত্যেক ইউনিটে মোট ১০০ টি এমসিকিউ এর মাধ্যমে ১ ঘন্টা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতি প্রশ্নের মান ১। প্রতি প্রশ্নের ভূল উত্তরের জন্য ০.২৫ নাম্বার করে কাটা হবে । 
FST ইউনিটে মোট ৬০ নাম্বারের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। চারটি বিষয়ে প্রশ্ন থাকবে যেকোনো তিনটি বিষয়ে উত্তর করতে হবে। প্রতি প্রশ্নের ভূল উত্তরের জন্য ০.২৫ করে কাটা যাবে ।
  • Faculty of Arts and Social Science (FASS)
ইংরেজি - ৪০.
সাধারণ জ্ঞান - ৪০.
বাংলা - ২০
  • Faculty of Business Studies (FBS)
গণিত - ৩৫.
ইংরেজি - ৩৫.
সাধারণ জ্ঞান - ৩০.
(প্রশ্ন ইংরেজিতে হবে)
  • Faculty of Security and Strategic Studies(FSSS)
ইংরেজি - ৪০.
সাধারণ জ্ঞান - ৪০.
বাংলা - ২০.
  • Faculty of Science and Technology (FST)
গণিত - ২০.
পদার্থবিজ্ঞান - ২০.
রসায়ন - ২০.
জীববিজ্ঞান - ২০.

বিইউপি ভর্তি পরীক্ষার আবেদন পদ্ধতি

বাংলাদেশের আর্কষনীয় বিশ্ববিদ্যালয় বিইউপিতে ১৭ ডিসেম্বর ২০২৩ থেকে ০৪ জানুয়ারি ২০২৪ পর্যন্ত অনলাইনে BUP এর নিজস্ব ওয়েবসাইট www.bup.edu.bd তে গিয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। 
আবেদনের ফি ১০৫০ টাকা মাত্র (প্রতি ইউনিটে)
প্রাথমিক ভাবে ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত আবেদনকারীদের তালিকা প্রকাশ করা হবে ০৭ জানুয়ারি ২০২৪ এবং ১৪ জানুয়ারি থেকে পরিক্ষার ৩০ মিনিট পূর্ব পর্যন্ত প্রবেশ প্রত্র ডাউনলোড করতে পারবে।

বিইউপি ভর্তি পরীক্ষার তারিখ ও ফলাফল

সাধারণত বিইউপি তার ভর্তি পরীক্ষা নিজেদের ক্যাম্পাসে এবং অ্যফিলিয়েটেঢ প্রতিষ্ঠানে ঢাকা শহরেই নিয়ে থাকে। BUP admissions test 2023-24 বিইউপি ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ শুরু হবে ১৯ জানুয়ারি শুক্রবার সকাল ১০.০০ থেকে ১১.০০ সময় এবং শেষ হবে ২০ জানুয়ারি শনিবার সকালে ১০.০০ থেকে ১১.০০ সময় পর্যন্ত।
  • Faculty of Arts and Social Science (FASS) এর পরিক্ষা ১৯ জানুয়ারি ২০২৪ শুক্রবার সকাল ১০.০০ থেকে ১১.০০ পর্যন্ত।
  • Faculty of Security and Strategic Studies(FSSS) এর পরিক্ষা ১৯ জানুয়ারি ২০২৪ শুক্রবার সকাল ১০.০০ থেকে ১১.০০ পর্যন্ত।
  • Faculty of Science and Technology (FST) এর পরিক্ষা ২০ জানুয়ারি ২০২৪ শনিবার সকাল ১০.০০ থেকে ১১.০০ পর্যন্ত।
  • Faculty of Business Studies (FBS) এর পরিক্ষা ২০ জানুয়ারি ২০২৪ শনিবার সকাল ১০.০০ থেকে ১১.০০ পর্যন্ত।
এই সময়সূচি বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোনো সময় পরিবর্তন করতে পারবে।
২৩ জানুয়ারি ২০২ তারিখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করবে এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাবে । 
নবীনতর পূর্বতন

ছবি: দ্য ডেইলি পাবলিকিয়ান