বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি তথ্য - ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি (বশেমুরমেবি) ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি সময় মানবন্টন

বাংলাদেশের প্রথম বিশেষায়িত মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের ১২ তম মেরিটাইম ইউনিভার্সিটি। ব্লু ইকোনমি অর্জনের জন্য বাংলাদেশ প্রথম মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের হিসেবে আত্মপ্রকাশ করে বশেমুরমেবি । ২০১৩ সালে বাংলাদেশ নৌবাহিনী এবং ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (UGC) এর অধীনে আমরা সামুদ্রিক উৎকর্ষের জন্য চেষ্টা করি নীতি বাক্য নিয়ে যাত্রা শুরু করেছে এই বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের ৩৭ তম পাবলিক বিশ্ববিদ্যালয়। মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে বশেমুরমেবি প্রশাসন। এটির অস্থায়ী ক্যাম্পাস মিরপুরে পল্লবীতে অবস্থিত এবং চট্টগ্রামের ১০৬ একর জমির উপর বিশ্ববিদ্যালয়ের স্থায়ি ক্যাম্পাসের কাজ শুরু হয়েছে ২০১৯ সালে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা  বিজ্ঞপ্তি - ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি এর ভর্তি পরীক্ষা কমিটি তাদের নিজস্ব ওয়েবসাইটে www.bsmrmu.edu.bd তে ভর্তি পরীক্ষা ২০২৩-২০২৪ এর বিজ্ঞপ্তি ও ভর্তি তথ্য প্রকাশ করেছে। বশেমুরমেবি ২০২৪ সালে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বশেমুরমেবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি (বশেমুরমেবি) আবেদনের যোগ্যতা

দেশের অন্যতম সেরা এবং একমাত্র বিশেষায়িত মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ৪ টি ফ্যাকাল্টির এর পাঁচটি বিভাগের আলাদা আলাদা ভাবে ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা রয়েছে। BSMRMU University Admissions Eligiblity.

ফ্যাকাল্টি অর্থ এন্ড ওশান সায়েন্স

এই ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা ২০২৩-২৪ হলো 

  • আবেদনেরকারিকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  • বিজ্ঞান শাখা হতে মাধ্যমিক/সমমান বা দাখিল পরীক্ষায় ২০২০ অথবা ২০২১ সালে নূন্যতম জিপিএ ৪.০০ পেতে হবে।
  • উচ্চমাধ্যমিক/সমমান বা আলিম পরীক্ষায় গণিত, ইংরেজি ,পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন এই পাঁচটি বিষয়ের যেকোন দুইটি বিষয়ে 'A' গ্রেড অর্থাৎ নূন্যতম জিপিএ ৪.০০ হতে হবে দুই বিষয়ে এবং সকল বিষয়ে নূন্যতম 'B' গ্রেড তথা জিপিএ ৩.০০ পেয়ে ২০২২ অথবা ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ফ্যাকাল্টি অব ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি

BSMRMU University এর ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদে ভর্তির আবেদন যোগ্যতা হলো 

  • আবেদনেরকারিকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  • বিজ্ঞান শাখা হতে মাধ্যমিক/সমমান বা দাখিল পরীক্ষায় ২০২০ অথবা ২০২১ সালে নূন্যতম জিপিএ ৪.০০ পেতে হবে ।
  • বিজ্ঞান শাখা হতে উচ্চমাধ্যমিক/সমমান বা আলিম পরীক্ষায় ২০২৩ অথবা ২০২২ সালে নূন্যতম জিপিএ ৪.০০ পেতে হবে ।
  • উচ্চমাধ্যমিক/সমমান বা আলিম পরীক্ষায় গণিত, ইংরেজি ,পদার্থবিজ্ঞান,রসায়ন এই চারটি বিষয়ের যেকোন দুইটি বিষয়ে 'A' গ্রেড অর্থাৎ নূন্যতম জিপিএ ৪.০০ হতে হবে দুই বিষয়ে এবং সকল বিষয়ে নূন্যতম 'B' গ্রেড তথা জিপিএ ৩.০০ পেয়ে ২০২২ অথবা ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ফ্যাকাল্টি অব মেরিটাইম গর্ভমেন্ট এন্ড পলিসি

Bangabandhu Sheikh Mujibur Rahman Meritime University এর Meritime Govt. & Policies বিভাগের ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা

  • আবেদনেরকারিকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  • যেকোনো শাখা হতে ২০২০ অথবা ২০২১ সালে এসএসসি/সমমান বা দাখিল এবং ২০২২ অথবা ২০২৩ সালে এইচএসসি/সমমান বা আলিম পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫০ এবং সকল বিষয়ে নূন্যতম গ্রেড 'B' এবং নূন্যতম জিপিএ ৩.০০ এর উপর হতে হবে।

ফ্যাকাল্টি অব পোর্ট এন্ড শিপিং অ্যাডমিস্টেশন

বশেমুরমেবি - BSMRMU এর এই অনুষদের আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই নিচের শর্ত পূরণ করতে হবে।

  • আবেদনেরকারিকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
  • যেকোনো শাখা হতে ২০২০ অথবা ২০২১ সালে এসএসসি/সমমান বা দাখিল এবং ২০২২ অথবা ২০২৩ সালে এইচএসসি/সমমান বা আলিম পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.৫০ এবং সকল বিষয়ে নূন্যতম গ্রেড 'B' এবং নূন্যতম জিপিএ ৩.০০ এর উপর হতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় আবেদন পদ্ধতি

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রথম ধাপ হলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সার্কুলার অনুযায়ী নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করা। BSMRMU University এর আবেদনকারীকে Bangabandhu Sheikh Mujibur Rahman Meritime University এর নিজস্ব ওয়েবসাইট applyonline.bsmrmu.edu.bd এর মাধ্যমে ২৪ ডিসেম্বর ২০১৩ থেকে ১১ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে আবেদন করতে হবে। 

প্রতি ফ্যাকাল্টি-এর জন্য আবেদন ফি ৮ শত টাকা। নির্ধারিত আবেদন কি মোবাইল ব্যাংকিং নগদ/ বিকাশ/ রকেট/ মাই ক্যাশ টি ক্যাশ ইত্যাদি অথবা ডেবিট/ক্রেডিট কার্ড VISA Card, Master Card এর মাধ্যমে প্রদান করা যাবে। আবেদন ও ফি জমা দেয়ার বিষয়ে বিস্তারিত নির্দেশনা ও তথ্য পাওয়া যাবে BSMRMU এর নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে www.bsmrmu.edu.bd। 

  • কোন কেন্দ্রে পরিক্ষা দিতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে।

মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের আবেদন পদ্ধতি ২০২৪

মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার স্থান

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি একটি নির্দিষ্ট স্থান নির্ধারিত করে থাকে। তা হতে পারে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা গুচ্ছ ভর্তি পরীক্ষার দেশের বিভিন্ন স্থানে কেন্দ্র করে পরিক্ষা নিতে পারে। Bangabandhu Sheikh Mujibur Rahman Meritime University যেহুতু বাংলাদেশ নৌবাহিনীর অধীনে পরিচালিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় তাই এটি বাংলাদেশে ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (BUP) এর মতো সামরিক বাহিনীর ক্যান্টমেন্ট এ পরীক্ষা নিতে পারে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ভর্তি পরীক্ষা দেশের ৭ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 

  1. ঢাকা 
  2. চট্টগ্রাম 
  3. রংপুর 
  4. খুলনা 
  5. বরিশাল 
  6. সিলেট 
  7. পাবনা 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা প্রদান সময় তারিখ

Meritime University ভর্তি পরীক্ষার সময় ও তারিখ

বাংলাদেশের স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় বশেমুরমেবি এর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২ এবং ৩ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।

  • ফ্যাকাল্টি অব পোর্ট এন্ড শিপিং অ্যাডমিস্টেশন এবং ফ্যাকাল্টি অব মেরিটাইম গর্ভমেন্ট এন্ড পলিসি ইনস্টিটিউট এর ভর্তি পরীক্ষার সময়

০২ ফেব্রুয়ারি ২০২৪ রোজ শুক্রবার বিকেল ৩.০০ থেকে ৪.০০ সময়ে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার সময় ১.৩০ ঘন্টা।

পরিক্ষা কেন্দ্রে প্রবেশের সময় ২.৩০ ঘন্টা।


  • ফ্যাকাল্টি অর্থ এন্ড ওশান সায়েন্স এবং ফ্যাকাল্টি অব ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউট এর ভর্তি পরীক্ষার সময়

০৩ ফেব্রুয়ারি ২০২৪ রোজ শনিবার সকাল ১০.০০ থেকে ১১.০০ সময়ে অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার সময় ১.৩০ ঘন্টা।

পরিক্ষা কেন্দ্রে প্রবেশের সময় ৯.৩০ এর সময়। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি এর প্রবেশপত্র ডাউনলোড

যেকোনো পরিক্ষা কেন্দ্রে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো হল টিকিট বা প্রবেশ প্রত্র। 

BSMRMU বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ২০২৪ এর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২১ জানুয়ারি ২০২৪ থেকে ১ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত যেকোনো বিভাগ বা ইনস্টিটিউট এর প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।

প্রবেশপত্র ডাউনলোড আবেদন শুরু ভর্তি পরীক্ষার সময়সূচি

প্রবেশপত্র ডাউনলোড আবেদন শুরু ভর্তি পরীক্ষার সময়সূচি

মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা - বশেমুরমেবি এর মোট সিট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় Bangabandhu Sheikh Mujibur Rahman Meritime University এর চারটি ইনস্টিটিউট বা অনুষদে মোট পাঁচটি বিভাগে প্রতি বছর স্নাতক (অর্নাস) প্রথম বর্ষে মোট ২০০ আসনে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হয়।

বশেমুরমেবি (BSMRMU) এর স্নাতক (অনার্স) এর বিভাগ ও বিষয়

  1. BSc (Hons) in Oceanography (ফ্যাকাল্টি অর্থ এন্ড ওশান সায়েন্স) 
  2. BSc (Hons) in Marine Fisheries (ফ্যাকাল্টি অর্থ এন্ড ওশান সায়েন্স)  
  3. BSc (Eng) in Naval Architecture and Offshore Engineering (ফ্যাকাল্টি অব ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি) 
  4. BBA (Hons) in Port Management and Logistics (ফ্যাকাল্টি অব পোর্ট এন্ড শিপিং অ্যাডমিস্টেশন) 
  5. LLB (Hons) in Maritime Law (ফ্যাকাল্টি অব মেরিটাইম গর্ভমেন্ট এন্ড পলিসি)

মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানবন্টন প্রশ্ন ২০২৪ 

ভর্তি পরীক্ষা সহ সকল পরীক্ষার একটি নির্দিষ্ট সিলেবাসে থাকে যাকে মানবন্টন বলা হয়। মানবন্টন অনুসারে পরিক্ষার প্রশ্ন হয়ে থাকে। 

ফ্যাকাল্টি অর্থ এন্ড ওশান সায়েন্স এর মানবন্টন

ইংরেজি - ২০

গণিত - ২০

পদার্থবিজ্ঞান - ২০

রসায়ন - ২০

জীববিজ্ঞান - ২০

ফ্যাকাল্টি অর্থ এন্ড ওশান সায়েন্স এর মানবন্টন

ফ্যাকাল্টি অব ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি 

ইংরেজি - ২০

গণিত - ২০

পদার্থবিজ্ঞান - ২০

রসায়ন - ২০

আইসিটি - ২০

ফ্যাকাল্টি অব ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এর মানবন্টন

ফ্যাকাল্টি অব পোর্ট এন্ড শিপিং অ্যাডমিস্টেশন

বাংলা - ২৫

ইংরেজি - ২৫

আইসিটি - ২৫

গণিত - ২৫

হিসাববিজ্ঞান - ২৫

সাধারণ জ্ঞান - ২৫ 

(যেকোনো একটি উত্তর করতে হবে)

ফ্যাকাল্টি অব মেরিটাইম গর্ভমেন্ট এন্ড পলিসি

বাংলা - ২৫

ইংরেজি - ২৫

আইসিটি - ২৫

গণিত - ২৫

হিসাববিজ্ঞান - ২৫

সাধারণ জ্ঞান - ২৫ 

(যেকোনো একটি উত্তর করতে হবে)

ফ্যাকাল্টি অব পোর্ট এন্ড শিপিং অ্যাডমিস্টেশন

বশেমুরমেবি ভর্তি পরীক্ষার মেধাতালিকা ফলাফল প্রকাশ 

পরিক্ষা দিলে অবশ্যই এর একটি ফলাফল প্রকাশ করা হয়। Bangabandhu Sheikh Mujibur Rahman Meritime University এর ভর্তি পরীক্ষার মোট নম্বর ২০০ যার মাঝে ১০০ নাম্বারের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং বাকি ১০০ নাম্বার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল এর উপর হিসেব করে মেধাতালিকা প্রণয়ন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবিধা

বাংলাদেশের প্রথম বিশেষায়িত বিশ্ববিদ্যালয় এটি। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের ১৩ তম মেরিটাইম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের নৌবাহিনীর অধীনে পরিচালিত বলে কিছু সুযোগ সুবিধার বেশি পাওয়া যাবে এই বিশ্ববিদ্যালয়ে।

  1. দেশের একমাত্র পাবলিক মেরিটাইম বিশ্ববিদ্যালয়। ফলে সমুদ্র ও নৌ বিষয়ক সেক্টরে কাজের সুযোগ।
  2. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত দেশের সর্বোচ্চ! গড়ে প্রতি ৭ জন শিক্ষার্থীর জন্য ১ জন শিক্ষক। 
  3. সেশন জটবিহীন বিশ্ববিদ্যালয়য়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেশন জটের কথা কারো অজানা নয়। তবে এখানে একদিনের জন্যও সেশন জট নেই (কোভিড-১৯ এর ছুটি ব্যতীত)। ফলে নিশ্চিতে বছরে কোর্স শেষ করে বের হওয়া যাবে। 
  4. সম্পূর্ণ রাজনীতিমুক্ত ক্যাম্পাস। দেশের তৃতীয় রাজনীতিমুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়। 
  5. পর্যাপ্ত পরিমাণে শিক্ষক। নতুন বিশ্ববিদ্যালয় হলেও শিক্ষার্থী অনুপাতে রয়েছে পর্যাপ্ত শিক্ষক।
  6. ক্লিন ক্যাম্পাস আর, ক্লাসরুম ও লাইব্রেরিও দৃষ্টিনন্দন। 
  7. পর্যাপ্ত বাসের সুবিধা রয়েছে। 
  8. র‍্যাগিং নেই। 
  9. আবাসনের ব্যবস্থা।ছেলে ও মেয়ের জন্য অত্যাধুনিক সুবিধা সম্পন্ন ২টি হল রয়েছে মিরপুর ডিওএইচএস এ ।
  10. শিক্ষার্থী প্রতি সরকারের ব্যয়ের দিক দিয়ে এটি দেশের সর্বোচ্চ! শিক্ষার্থী প্রতি চার বছরে সরকার প্রায় ১৬ লক্ষ টাকা খরচ করে। তাই বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধাও বেশ।

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট 

বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য সু্যোগ পাওয়ার পর ভর্তি হতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের নাম্বার পত্র, এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, ভর্তি পরীক্ষার এডমিট কার্ড, শিক্ষার্থীর ছবি সহ অনেক কাগজ পত্র প্রয়োজন।
বশেমুরমেবি ভর্তির প্রয়োজনীয় ডকুমেন্ট

বাংলাদেশের প্রথম বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়ের লেখা পড়ার মান অনেক ভালো। অস্থায়ী ক্যাম্পাস ভাটা শহরে হওয়ার জন্য সু্যোগ সুবিধা রয়েছে অনেক। বাংলাদেশ নৌবাহিনীর প্রতক্ষ ত্বতাভধান থাকায় সাবক্ষনিক পড়ালেখার পরিবেশ সুন্দর থাকে এবং অনেক কোন কারিকুলাম এক্টিভিটিস হয়।

নবীনতর পূর্বতন

ছবি: দ্য ডেইলি পাবলিকিয়ান