কলেজ জীবনের পড়াশোনা শেষ করেই একজন শিক্ষার্থীর মনে স্বপ্ন জাঁগে পাবলিকিয়ান হওয়ার৷ দেশের সেরা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ভর্তির স্বপ্ন থাকে প্রত্যেকটা পড়ুয়া ছাত্র ছাত্রীর। এই লক্ষ্যে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে স্বপ্ন পূরণের জন্য সকলেই বেছে নেওয়ার চেষ্টা করে একটা ভালো ও উচ্চ মানের পাবলিক বিশ্ববিদ্যালয়। স্বপ্ন পূরণের সর্বোচ্চ চূড়া এই বিশ্ববিদ্যালয়। তাই শিক্ষার্থীদের স্বপ্নের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিষয়ে ভর্তি হওয়ার জন্য চলে তুমুল লড়াই। এজন্য প্রত্যকটা শিক্ষার্থীকেই করতে হয় কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়। স্বপ্নের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া পর্যন্ত হাড়ভাঙ্গা পরিশ্রম করতে থাকে শিক্ষার্থীরা। এজন্য সবচেয়ে গুরত্বপুর্ণ যে বিষয়টা জানা দরকার, তা হলো দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে সাম্যক ধারণা অর্জন এবং নিয়মিত সর্বশেষ তথ্য জেনে আপডেটেড থাকা। এই লক্ষ্যে পাবলিকিয়ান ডটকম দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যাবতীয় তথ্য উপাত্ত ও সর্বশেষ সংবাদের নির্ভরযোগ্য প্লাটফর্ম হিসেবে কাজ করছে। প্রত্যেকটা স্বাপ্নিক শিক্ষার্থীর স্বপ্ন পুরণের সঙ্গী হতে সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছে।
এখনকার সময়টায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে ভর্তি পরিক্ষা। ভর্তি পরিক্ষার কেন্দ্রগুলো একেকটা যেন হয়ে উঠেছে এক যুদ্ধক্ষেত্র। বাস্তবিক অর্থেও এটি একটি যুদ্ধক্ষেত্র। প্রতিটা ভর্তিচ্ছু শিক্ষার্থী তাদের স্বপ্নের চূড়ায় পৌছানোর জন্য যুদ্ধ করছে এই ভর্তি যুদ্ধে৷ এক একটি আসনের বিপরিতে লড়াই করছে লক্ষ লক্ষ পরিক্ষার্থী।
সাধারণ শিক্ষার জন্য সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি উচ্চ মানের শিক্ষা, মৌলিক বিজ্ঞানের শাখা সমূহ গবেষণা ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য রয়েছে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো। কারও কারও স্বপ্ন থাকে মেডিকেল অথবা ডেন্টালে। তবে সবার যুদ্ধ একটাই, একজন পাবলিকিয়ান হওয়া।
তাই বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য কোন পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন কবে, কখন পরীক্ষা হবে, কত পয়েন্ট লাগবে আবেদন করতে, কোন কোন বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে, আবেদন ফী কত টাকা এবং মোট কত টাকা লাগবে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে এই তথ্যগুলো প্রত্যেকটা ভবিষ্যত পাবলিকিয়ানের জানা খুবই জরুরী। এছাড়াও মানবন্টন, সিলেবাস সহ নির্দিষ্ঠ গাইডলাইন এবং আমার এই সংক্রান্ত বই ও প্রশ্নব্যাংক সম্পর্কে জেনে রাখা ভালো। তাই এখান থেকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি, তথ্য, সার্কুলার, মানবন্টন, যোগ্যতা এবং অন্যান্য তথ্য জেনে নিন এক নিমিষে।
বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ভর্তি বিজ্ঞপ্তি
- কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ভর্তি বিজ্ঞপ্তি
- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
- বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
- বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
- চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
- কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য
- ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
- খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
- খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি
- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি